Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উন্নয়নে বাংলাদেশ আনসার

উন্নয়নে বাংলাদেশ আনসার

 

বিগত ১০ বছরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বর্তমান সরকারের কার্যক্রমসমূহঃ

 

০১।মহিলা আনসার

২০১৪ সালে ৬৭২টি “মহিলা আনসার” পদ সৃষ্টি করে রাজস্ব খাতে স্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

 

০২।ব্যাটালিয়ন আনসারদের চাকুরি স্থায়ীকরণ

বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ১৫ বছর সন্তোষজনক চাকুরীকাল সাপেক্ষে ২০০১ সাল থেকে ব্যাটালিয়ন আনসার স্থায়ীকরণ  শুরু হয়। বর্তমানে তাঁরই উদ্যোগে স্থায়ীকরণকাল ১৫ বছর থেকে ৬ বছরে হ্রাস করা হয়েছে। এরই ধারাবহিকতায় ১-১৩ ধাপে বর্তমানে মোট ১২০২২ জন স্থায়ী ব্যাটালিয়ন আনসার হিসেবে কর্মরত।

 

০৩।পদনাম পরিবর্তন

বাহিনীর সক্ষমতা ও কর্মকর্তাদের দক্ষতা বিবেচনায় এনে অন্যান্য বাহিনী ও বিভাগের সাথে মাসঞ্জস্যপূর্ণ করে সরকার জানুয়ারী’১০ এ কর্মকর্তাদের যাবতীয় পদনাম পরিবর্তন অনুমোদন করেন।

 

০৪।পারিবারিক রেশন প্রাপ্তি

বর্তমান সরকার ২০০৯ সালের ২২ মে থেকে বাহিনীর কর্মকর্তা/কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারদের পূর্ণাঙ্গ পারিবারিক রেশন চালু করেন।

 

০৫।সদস্য-সদস্যাদের ভাতা বৃদ্ধি

বর্তমান সরকারের আমলে অঙ্গীভূত আনসারদের ভাতা বৃদ্ধি করা হয়েছে।

 

০৬।খাকী পোশাক পরিবর্তন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আগ্রহে ভিডিপি দলনেত্রী ও সদস্যদের পোশাক পরিবর্তন করা হয়েছে। সাধারন আনসার  এবং ভিডিপি’র খাকী পোশাকের পরিবর্তে নতুন পোশাক প্রদান করা হয়। কর্মকর্তাদের জন্য ওয়ার্কিং ড্রেস প্রবর্তিত হয়েছে।

 

০৭।সেবাপদক চালু

২০১৩ সাল হতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সেবাপদক চালু করা হয়েছে। চলতি বছরে ৯৭ জনকে এ পদক দেয়া হয়েছে।

 

০৮।আর্থিক অনুদান

কর্মরত অবস্থায় অস্থায়ী ব্যাটালিয়ন আনসার ও সাধারন আনসারদের মৃত্যুবরনকারী সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

০৯।শিক্ষাবৃত্তি

বাহিনীর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য সদস্যাদের সন্তানদের শিক্ষার মানোন্নয়ন ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে জেএসসি/জেডিসি ও প্রাথমিক ইবতেদায়ী, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব ও সাফল্য অর্জনকারীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে।

 

১০।জাতীয় সমাবেশ পুরস্কার

বিগত অর্থ বছরের সফল কর্মকান্ডের জন্য ব্যাটালিয়ন আনসার এবং আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে জাতীয় পুরস্কার প্রাদান করা হয়। 

 

১১।স্মার্ট কার্ড প্রবর্তন

সাধারন আনসারদের স্মার্ড কার্ড প্রদানের মাধ্যমে অঙ্গীভূতকরণ প্রক্রিয়া সহজতর, দ্রুততর ও স্বচ্ছ করা হয়েছে।

 

১২।নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা

অত্র বাহিনীর ০১টি নতুন আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে।

 

১৩।স্থায়ী ব্যাটালিয়ন আনসার সদস্য/সদস্যাদের দৈনিক রেশন ভাতা বৃ্দ্ধিকরণ

স্থায়ী ব্যাটালিয়ন আনসার সদস্য/সদস্যাদের বর্তমান প্রাপ্ত দৈনিক রেশনভাতা ৫০.৭০ টাকা হতে বৃদ্ধি করে ৮০.০০ টাকা পূনঃনির্ধারন করা হয়েছে।

 

১৪।অংগীভূত আনসারদের মহার্ঘ ভাতা প্রদান

বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থায় নিয়োজিত আনসার সদস্যদেরকে প্রত্যাশী সংস্থা কর্তৃক ব্যয় ভার বহনের শর্তে মাসিক সর্বনিম্ন ১৫০০.০০ টাকা হারে মাহার্ঘ ভাতা প্রদানের আদেশ জারি করা হয়েছে।

 

১৫।গার্ডের আনুষাঙ্গিক খাতে সংগৃহীত অর্থের হার উন্নতিকরণ

অঙ্গীভূত সংস্থাসমুহে নিরস্ত্র ও সশস্ত্র গার্ডের জন্য আনুষাঙ্গিক খাতে সংগৃহিত অর্থের হার ১০% হতে ১৫% ও ২০% হারে উন্নীতকরণের অনুমোদন প্রদান করা হয়েছে।

 

১৬।অবকাঠামো নির্মান

১৫টি আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের নির্মান কাজ চলমান।আনসার ভিডিপি একাডেমিতে সুইমিং পুল, আম্রকানন অফিসার্স মেস ও ২টি মাল্টিপারপাস প্রশিক্ষন শেড নির্মান কাজ সমাপ্ত হয়েছে।

 

১৭।ব্যাটালিয়ন আনসার (পিসি এপিসি’র)র‌্যাংক ব্যাজ পরিবর্তন    

ব্যাটালিয়ন আনসার সদস্যদের (পিসি, এপিসি’র)র‌্যাম্ক ব্যাজ এর অনুমোদন প্রদান করা হয়েছে।

 

১৮।প্রশিক্ষন

২০১৩-১৪ অর্থ বছরে ‘গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষন’ চালু করা হয়েছে।

 

১৯।ঝুঁকি ভাতা

 ব্যাটালিয়ন আনসারদের ৩০% হারে ঝুঁকিভাতা প্রদান করা হয়েছে।

 

২০।স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ব্যাটালিয়ন সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে ল্যাবরেটরি মেডিসিন বিষয়ে সদস্যদের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা সেনানিবাসে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ২২ জন ব্যাটালিয়ন আনসার সদস্যের লিপিড প্রোফাইলসহ নানাবিধ প্যাথলজি পরীক্ষা প্রশিক্ষন কার্যক্রম চলমান রয়েছে।

 

২১।যৌথ বীমা

সংস্থায় কর্মরত অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের যৌথ বীমা ও সঞ্চয়ী আমানতের ব্যবস্থা করা হয়েছে।

 

২২।ক্রীড়া প্রশিক্ষণ

একাডেমীতে ক্রীড়ার অবকাঠামোগত উন্নতি হয়েছে। বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণ গ্রহনের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

 

২৩।চাকুরি সুবিধা গননা

উপজেলা/থানা প্রশিক্ষিকাদের ৫০% অস্থায়ী কালীন চাকুরী  ও পেনশন সুবিধা গননা করা হয়েছে ।

 

প্রক্রিয়াধীন কার্যক্রম

১। থানা/উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের অস্থায়ী পদ সৃজন করে বাহিনীর বিদ্যমান সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করণ।

২। আরপি/ব্যান্ডম্যান/উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকাদের বেতন বৈষম্য দূরীকরণ।

৩। আনসার ও ভিডিপি সদর দপ্তরের সাংগঠনিক কাঠামো (টিওএন্ডই) হালনাগাদকরণ।

৪।কয়েকটি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, থানা/উপজেলা প্রশিক্ষক এবং উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা এর পদ সৃজন।

৫। আভিযানিক প্রয়োজনে আনসার ব্যাটালিয়ন সমূহের সাংগঠনিক কাঠামো পুনঃগঠন।

৬। বিসিএস (আনসার) ক্যাডারে সৃজনকৃত পদ সমূহ তফসিলভুক্ত করণ।

৭। আনসার ও ভিডিপি হাসপাতাল পরিচালনার নিমিত্তে ৩৭ জন ১ম ও ২য় শ্রেণীর কর্মকর্তা সৃজিত পদে প্রেষণে নিয়োগের প্রস্তাব।

৮। বিসিএস (আনসার) ক্যাডারের সৃজনকৃত পদসমূহের বিপরীতে ছুটি,প্রশিক্ষণ ও প্রেষন বাবদ ১০% বিজার্ভ পদ ‍সৃষ্টি।

৯।আনসার ও ভিডিপি হাসপাতাল, সফিপুর, গাজীপুর (১০০ শয্যা বিশিষ্ট) এ কর্মকর্তা/কর্মচারীদের নিয়োগ বিধি প্রণয়ন।

১০। আনসার ও ভিডিপি হাসপাতালে কর্মরত ডিপ্লোমাধারী নার্সদের পদমর্যাদা ৩য় শ্রেণী থেকে ২য় শ্রেণীতে উন্নীত করণ।

১১। আনসার বাহিনী প্রবিধানমালা, ১৯৯৬ আংশিক সংশোধন (প্রবিধি-৪ ও ৬ অঙ্গীভূত আনসারদের নতুন ইউনিফরম প্রবর্তনের ক্ষেত্রে)।

১২। গ্রাম প্রতিরক্ষা দল প্রবিধানমালা, ২০০৩ এর খসড়া অনুমোদন।

১৩। ব্যাটালিয়ন আনসার আইন ১৯৯৫ (১৯৯৫ সনের ৪ নং আইন)এর ধারা ১৫ (১) (ক) হতে (ট) এর সংযোজন (বরখাস্ত, অপসারন, বাধ্যতামূলক অবসর, পদাবনতি ইত্যাদি শাস্তি)।

১৪। দ্বিতীয় শ্রেণীর গেজেটেড সার্কেল অ্যাডজুট্যান্ট এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুট্যান্ট পদকে প্রথম শ্রেণীর (নন ক্যাডার) পদে উন্নীতকরণ।

১৫। ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন, ২০১০ সালের ৪৬ নং আইন সংশোধন। (ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকুরী ৯ বছর হতে শূন্য বছরে স্থায়ীকরণ)।

১৬। বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের পদমর্যাদা উন্নীতকরণ।

১৭। ব্যাটালিয়ন আনসার প্রবিধানমালা, ১৯৯৬ এর প্রবিধি ৩ ও ৪ সংশোধন (ব্যাটালিয়ন আনসারদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা  ইত্যাদি পরিবর্তন)।

১৮। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ম ও ২য় শ্রেনীর কর্মকর্তাদের পোষাক (ইউনিফরম) ভাতার হার বৃদ্ধিকরণ।

১৯। ২০১৪-১৫ অর্থ বছরে ‘ওয়ার্ড দলনেতা-দলনেত্রী মৌলিক প্রশিক্ষণ’ হিল ভিডিপি পুনঃগঠন মৌলিক প্রশিক্ষন’ ‘ক্লাব-সমিতি পুনঃগঠন প্রশিক্ষণ’ রেলওয়ে বিস্তৃত ইউনিয়নে গ্রাম প্রশিক্ষণ’ এবং ‘মহাসড়ক বিস্তৃত ইউনিয়নে গ্রাম প্রশিক্ষণ’ এর বিষয়টি পরিকল্পনার পর্যায়ে আছে।

২০। আনসার বাহিনী প্রবিধানমালা ১৯৯৬ (৩ বছরের স্থলে ৫ বছর) সংশোধন ও গ্রাম প্রতিরক্ষা দল প্রবিধানমালা ২০১৩ এর খসড়া অনুমোদনের প্রস্তাব।

২১। ব্যাটালিয়ন আনসার সদস্যদের জন্য প্রচলিত অর্জিত ছুটি ১ মাস হতে ২ মাসে উন্নীতকরণের প্রস্তাব।

২২। গত অর্থ বছরে এ বাহিনীর অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। প্রায় ১৭২ কোটি টাকায় ১৫টি ব্যাটালিয়ন সদর দপ্তরে আধুনিক কমপ্লেক্স নির্মান প্রকল্প চলমান রয়েছে যা ডিসেম্বর ২০১৭ সালের মধ্যে সম্পাদিত হবে বলে আশা করা যায়।

ভিজিটর নম্বর

  


web counter